Feedback
উচ্চতার ছাড়পত্র ট্র্যাকিং

স্থাপনা/ভবন নির্মাণে উচ্চতার ছাড়পত্র

সিএএবি সম্পর্কিত তথ্যঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেট (সুরক্ষা ও নিরাপত্তা ধারা নং-১৩ ও ১৪) অনুসারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইনের মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উচ্চতার ছাড়পত্র প্রদানের জন্য ক্ষমতা অর্পন করা হয়েছে, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের CAR-84 এর বিধি-২৬৭ এবং ANO(AD) A-1 তে বর্ণিত রয়েছে।

  • নির্দেশিকা
  • নোটিশ
  • ব্যবহার বিধি

উচ্চতার ছাড়পত্র প্রদান পদ্ধতি একটি অনলাইন ভিত্তিক ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতিতে জমির মালিক স্থাপনা নির্মাণের পূর্বে উচ্চতার ছাড়পত্র গ্রহণের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিকট অনলাইনে (ওয়েব / মোবাইল) আবেদন করবেন।


আবেদনের প্রক্রিয়া / পদ্ধতিঃ
  • আবেদনকারীকে প্রথমে মোবাইল এপ্লিকেশন বা ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরবর্তিতে ব্যবহার করার জন্য সংরক্ষণ করতে হবে।
  • মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর বামপাশের মেনু থেকে “আবেদন করুন” মেনুতে ক্লিক করে উচ্চতা যাচাই/ছাড়পত্রের ধরণ নির্বাচন করতে হবে।
  • উচ্চতা যাচাই এর ক্ষেত্রে রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত তথ্যাবলি ইউজার তথ্য হিবেসে ব্যবহৃত হবে।
  • উচ্চতার ছাড়পত্রের ক্ষেত্রে যদি জমির মালিক নিজে হয় সেক্ষেত্রে রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত তথ্যাবলি ইউজার তথ্য হিসেবে ব্যবহৃত হবে।
  • আবেদনকারী যদি জমির প্রকৃত মালিক না হয়ে থাকেন তাহলে জমির প্রকৃত মালিকের তথ্যাবলী এবং আবেদনকারীকে জমির মালিক কর্তৃক প্রদানকৃত ক্ষমতাপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে।
  • পরবর্তী ধাপে জমি সংক্রান্ত তথ্য ও জমির অবস্থানের নির্ভুল অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ (Latitude and Longitude) প্রদান করতে হবে। অতপরঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক
  • নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে।
  • উচ্চতা যাচাইঃ সফলভাবে সম্পাদনকৃত আবেদনের সময় প্রদানকৃত তথ্যের ভিত্তিতে সয়ংক্রিয়ভাবে সিষ্টেম থেকে উচ্চতার একটি প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
  • উচ্চতার ছাড়পত্রঃ সফলভাবে সম্পাদনকৃত আবেদন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক যাচাই বাছাইয়ের পর উচ্চতার ছাড়পত্র প্রদান করা হবে, যা আবেদনকারীকে ই-মেইল এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Available on the
App Store

Get it on
Google Play